শান্তিপাড়ার সুরুজ ৩৫ পুরিয়া হেরোইনসহ আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা সার্কেলের মাদকবিরোধী অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শান্তিপাড়ার সুরুজ আলীকে মারণনেশা হেরোইনসহ আটক করে পুলিশে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চুয়াডাঙ্গা সার্কেল। উপপরিদর্শক অব্দুল হান্নান বাদী হয়ে সুরুজের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাসহ গতকালই তাকে সদর থানায় সোপর্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চুয়াডাঙ্গা সার্কেল থেকে জানানো হয়, চুয়াডাঙ্গা জেলা শহরের শান্তিপাড়ার রুহুল আমিনের ছেলে সুরুজ আলী (২২) বেশ কিছুদিন ধরে মারণনেশা হেরোইন বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। সুরুজকে আটক করেন। তার নিকট থেকে ৩৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপপরিদর্শক আব্দুল হানান। তিনিই বাদী হয়ে মামলাসহ সুরুজকে সদর থানায় সোপর্দ করেন। থানা পুলিশ তাকে আজ রোববার আদালতে সোপর্দ করতে পারে।