খবর: (ভুয়া ম্যাসেজে বিকাশ এজেন্টকে ঠকাতে দু যুবক গ্যাঁড়াকলে)
অন্য মানুষ ঠকিয়ে তুই
পয়সা নিবি হাতিয়ে,
সাইজ করে ছাড়বে লোকে
আচ্ছা রকম লাথিয়ে।
মগের মুলুক ভাবিসনেরে
দেখিস খানিক তলিয়ে,
কাজ হবে না জিন্দিগি মে
পরের মামা গলিয়ে।
এলিই যখন আর কটা দিন
লাল ঘরে যা কাটিয়ে,
নইলে মানুষ ধরে তোকে
চোয়ল দেবে ফাটিয়ে।
Ñআহাদ আলী মোল্লা