স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে আইলহাস টিভিএস ক্যাবল নেটওয়ার্ক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় অংশ নেয় ১৯৯০ সাল থেকে শুরু করে ২০০০ সারের এসএসসি ব্যাচ। গতকাল শুক্রবার ফাইনালে মুখোমুখি হয় ১৯৯৪ সালের ব্যাচ ও ১৯৯২ সালের ব্যাচ। নির্ধারিত সময়ে ১৯৯২ সালের ব্যাচকে ২-১ গোলে পরাজিত করে ১৯৯৪ সারের ব্যাচ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনিচুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইলহাস ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্ক বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক ইকবাল মাহমুদ সুমন।