ভারতের নির্বাচনের ফল প্রকাশের পরবিশেষজ্ঞদের মত : বিজেপি জয়ী হওয়ায় এক নতুন ভারতের জন্ম
মাথাভাঙ্গা মনিটর: ভারতের নির্বাচনে বিজেপি’র জয় বাংলাদেশ ও ভারতের সম্পর্কে প্রভাব ফেলতেপারে বলে মনে করছেন সাবেক পররাষ্ট্র সচিব বিশিষ্ট কূটনীতিক ফারুক চৌধুরী।একই মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকড. ইমতিয়াজ আহমেদ বলেছেন,বিজেপি নির্বাচিত হওয়ায় দেশটির সাথে বাংলাদেশেরমনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হতে পারে।
গতকাল শুক্রবার ভারতেরনির্বাচনের ফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তারা এ কথা জানান। গতকাল চীনথেকে বিশিষ্ট কূটনীতিক ফারুক চৌধুরী বলেন,নরেন্দ্র মোদীযেহেতু এখনো তাদের পররাষ্ট্র নীতি নিয়ে কিছু বলেননি সেজন্য আমাদের অপেক্ষাকরতে হবে। তবে ভারতে বিজেপি জয়ী হওয়ায় এক নতুন ভারতের জন্ম হয়েছে।
অধ্যাপকড. ইমতিয়াজ আহমেদ বলেছেন,কংগ্রেসের সাথে বাংলাদেশের বর্তমান সরকারেরঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কংগ্রেসও বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠছিলো। কিন্তু বিজেপির সাথে ব্যক্তিগত সম্পর্কও নেই বর্তমান সরকারের। এ কারণেবিজেপি নির্বাচিত হওয়ায় ভারত-বাংলাদেশ মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হবে।ঢাকাবিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক বলেন, মোদির নেগেটিভ ইমেজ দূর করার জন্যএশিয়ার দেশগুলো রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও উন্নয়নে চেষ্টা করবে।তিনিবলেন,ভারতের নির্বাচনের ফল যথেষ্ট ইতিবাচক। বিজেপি এতো বেশি আসন পেয়েছে যাবহুবছর ধরে ছিলো না। এতো আসন পাওয়ায় বিজেপিকে অন্য কোন দলের ওপর নির্ভরকরতে হবে না। নরেন্দ্র মোদীর একটি নেতিবাচক ইমেজ রয়েছে আবারো উল্লেখ করেআন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এ অধ্যাপক বলেন,তার এখন দায়িত্বশীল হওয়ারসুযোগ তৈরি হবে। তবে ভারতের উন্নয়ন করতে না পারলে দেশ অস্থির হয়ে উঠবে।