স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে তাদের আটক করা হয়।চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে বলে জানান পুলিশ সুপার রশীদুল হাসান।আটককৃতরাহলেন-সদর উপজেলার যুগিরহুদা গ্রামের দশমাইল দাখিল মাদরাসার শিক্ষক আব্দুলজলিলের ছেলে মাসুম বিল্লাহ হাওলাদার (৩০),পোস্টঅফিসপাড়ার আব্দুল ওদুদেরছেলে মাহফুজুর রহমান (২২),তালতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে বাদল শেখ (৪৫),বলদিয়া গ্রামের মৃত শোয়েব উদ্দীনের ছেলে ইউনুছ আলী (৪৫),কুন্দিপুরগ্রামের পুটি মিয়ার ছেলে আহম্মদ আলী (৪০) ও স্বপন (২০),মোত্তপাড়া গ্রামেরভবের আলীর ছেলে আশরাফুল হক (৩০),আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামেরআরশেদ মালিতার ছেলে ফটিক মালিতা (৪০),গড়গড়ি গ্রামের শফি উদ্দীনের ছেলেগোলাম মালিতা (৩৫),দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের হযরত আলীর ছেলেমোশাররফ হোসেন (৩৫),দর্শনা আজমপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আরিফ (২৮),জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে আব্দুর রহিম (৩১),বোয়ালপাড়া গ্রামের আব্দুল বারির ছেলে রুবেল (২২) ও হাসাদাহ গ্রামের লালমোহাম্মদের ছেলে বাবুল হোসেন (৩০)।