মাথাভাঙ্গা মনিটর:ভিয়েতনামে ছড়িয়ে পড়া চীনবিরোধী বিক্ষোভ-হামলায় অন্ততপক্ষে ২১ জন নিহত হয়েছেন।বিক্ষোভেরমধ্যেই তাইওয়ানি মালিকানাধীন ভিয়েতনামের সবচেয়ে বড় স্টিল কারখানায় রাতভর হামলাচালিয়েছে দাঙ্গাকারীরা।গতকাল বৃহস্পতিবার ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চল হা টিনথ্প্রদেশের এক হাসপাতালের চিকিৎসক ২১ জনের মৃত্যু হওয়ার কথা নিশ্চিত করেছেন। এদেরমধ্যে পাঁচজন ভিয়েতনামি ও ১৬ জনকে চীনা বলে বর্ণনা করা হয়েছে।১৯৭৯ সালে একসংক্ষিপ্ত সীমান্ত যুদ্ধের পর এটাই চীন-ভিয়েতনাম সম্পর্কের সবচেয়ে মারাত্মকঅবনতি।মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি শিল্প এলাকায় চীনা মালিকানাধীনকয়েকটি কারাখানায় আগুন লাগিয়ে লুটপাট করার পর কেন্দ্রীয় অঞ্চলেও চীনাবিরোধী বিক্ষোভছড়িয়ে পড়েছে।