মাথাভাঙ্গা মনিটর: নিউইয়র্কটাইমস পত্রিকার নির্বাহী সম্পাদক জিল অ্যাব্রামসনকে বহিষ্কার করেছেনকর্তৃপক্ষ। তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্যবস্থাপনা সম্পাদক ডিন ব্যাকুয়েট।সংবাদপত্রটিরপ্রকাশক ও চেয়ারম্যান আর্থার সুলজবার্গার বুধবার অ্যাব্রামসনের বহিষ্কারেরখবর ঘোষণা করেছেন। সংবাদপত্রটির একটি প্রতিবেদনেও এ খবর নিশ্চিত করাহয়েছে। তবে কেন তাকে বহিষ্কার করা হলো, তা স্পষ্ট নয় বলে ওই প্রতিবেদনে বলাহয়েছে।সংবাদপত্রটির সম্পাদকীয় পদে অ্যাব্রামসনই প্রথমনারী ছিলেন। ব্যাকুয়েট ও অ্যাব্রামসন দুজনই ২০১১ সালের সেপ্টেম্বর থেকেতাদের নিজ নিজ পদে দায়িত্ব পালন করছিলেন।এদিকেঅনুসন্ধানী প্রতিবেদনের জন্য ১৯৮৮ সালে পুলিৎজার পুরস্কার বিজয়ী ব্যাকুয়েটইপ্রথম আফ্রিকান-আমেরিকান, যিনি সংবাদপত্রটির শীর্ষ সম্পাদকীয় পদে দায়িত্বপেয়েছেন।