ভারতের লোকসভা নির্বাচন : আজ ভোট গণনা- ফলাফল

 

মাথাভাঙ্গা মনিটর: আজশুক্রবারভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হবে লোকসভা নির্বাচনের ভোট গণনা। মোট ৯৮৯টিগণনা কেন্দ্রে ৫৪৩টি আসনের ভোট গণনা করা হবে। বিকেল ৫টার মধ্যে অধিকাংশআসনের ফলাফল প্রকাশিত হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।প্রতিটি গণনাকেন্দ্রকে ঘিরে থাকবে নিরাপত্তা সশস্ত্ররক্ষী। গণনা কক্ষের ভেতরে শাদাপোশাকে থাকবে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। গণনা কক্ষের বাইরে থাকবেআধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তা।বিশ্বের সর্ববৃহৎ ভারতের১৬তম লোকসভা নির্বাচন শুরু হয় গত ৭ এপ্রিল থেকে। ৯দফায় ২৬টি প্রদেশেভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ১ হাজার ৭২০টি নিবন্ধিত রাজনৈতিকদলের ১৫ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। তবে প্রচারে সমর্থনেপ্রাক জরিপে এগিয়ে আছে নরেন্দ্র মোদির দল বিজেপি।ভারতের সদ্যসমাপ্তলোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশ্বের সবচেয়ে বড়গণতান্ত্রিক দেশটিতে কারা সরকার গঠন করতে যাচ্ছে তা নিয়ে বিভিন্ন বুথ ফেরতজরিপ এরই মধ্যে বিভিন্ন পূর্বাভাস জানিয়েছে।