টিভি স্বত্ব বিক্রির নিলাম আজ

 

স্টাফ রিপোর্টর: বাংলাদেশক্রিকেট বোর্ড (বিসিবি)’র টিভি স্বত্ব বিক্রির নিলাম আজ। এদিনরাজধানীর একটি হোটেলে নিলাম সম্পন্ন হবে। বাংলাদেশের খেলা সম্প্রচার স্বত্বপেতে দরপত্র জমা দিয়েছে চারটি প্রতিষ্ঠান। একমাত্র বিদেশি প্রতিষ্ঠানস্পোর্টি সলিউশন। আর দেশীয় কোম্পানির মধ্যে প্রস্তাবনা জমা দিয়েছে, মাছরাঙা, চ্যানেল নাইন ও গাজী টিভি। এ চারটি প্রতিষ্ঠানের যে কোনো একটিউন্মুক্ত নিলামের মাধ্যমে সম্প্রচার স্বত্ব পাবে।টিভি সম্প্রচারস্বত্ব বিক্রির জন্য বাংলাদশে ক্রিকেট বোর্ডের বিশেষ কমিটি রয়েছে। কমিটিতেরয়েছেন আফজালুর রহমান সিনহা, মাহাবুবুল আনাম, ইকবাল আহমেদ, ইসমাইল হায়দারমল্লিক ও কাজী ইনাম আহমেদ। এ কমিটি যাচাই-বাছাই শেষে বিসিবির বোর্ডপরিচালকদের সম্মতিক্রমে যেকোনো একটি প্রতিষ্ঠানকে টিভি স্বত্ব দিবেন। টিভিস্বত্ব বিক্রির জন্য একটা ফ্লোর প্রাইজ নির্ধারণ করেছে বিসিবি।তার পরিমাণকত তা এখনও জানা যায়নি।এর আগে নিম্বাস স্পোর্টসের কাছে ছয় বছরেরজন্য ৫৬.৮৮ মিলিয়ন ডলারের বিনিময়ে টিভি স্বত্ব বিক্রি করে ছিলো বিসিবি।কিন্তু চুক্তিতে ফাঁকফোকর থাকায় বিসিবি লাভের মুখ দেখেনি। বিসিবি এবার এমনএকটা মূল্য নির্ধারণ করবে  যেটা পাওয়া যাবে। উন্মুক্ত নিলামে যে বেশি টাকাদিতে রাজি থাকবে, তাদের কাছেই টিভি স্বত্ব বিক্রি করে দিবে বিসিবি।নতুনদরপত্রে যা যা থাকছে- ব্যাংক গ্যারান্টি বাধ্যতামূলক। উৎপাদন আন্তর্জাতিকমানের। উৎপাদন খরচ বহন করবে টিভি স্বত্ব ক্রয়কারী প্রতিষ্ঠান। সব খেলায়ডিআরএস এর পরিবর্তে রেফারেল সিস্টেম (আরএস) পদ্ধতি রাখা হয়েছে। শর্ত ভঙ্গকরলে চুক্তি বাতিল করে দিবে বিসিবি। চুক্তি হবে ২০১৪ সালের এপ্রিল থেকে২০২০ সালের এপ্রিল পর্যন্ত। এ ছয় বছরে বাংলাদেশ দল ৩২টি টেস্ট, ৫২টিওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর বেশি টুর্নামেন্ট হলে বিসিবি ওইটুর্নামেন্টের জন্য নতুন কোনো কোম্পানিকে টিভি স্বত্ব দিতে পারবে।

Leave a comment