মাথাভাঙ্গা অনলাইনঃ সাতক্ষীরায় বিএনপি’র দু’গ্র“পের সংঘর্ষে জেলা মৎসজীবি দলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আমান নিহত হয়েছেন। শুক্রবার সকালে আহত হওয়ার পরে বিকেলে খুলনার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন জেলা বিএনপি সাধারন সম্পাদকসহ আরও কয়েকজন।
আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে মঞ্চে আসনগ্রহণ, অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য দেয়াকে কেন্দ্র করে জেলা বিএপির সভাপতি হাবিবুল ইসলাম গ্রুপ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।-(মাথাভাঙ্গা এম.এম)