স্টাফ রিপোর্টার: সারাদেশ থেকে অংশ নেয়া ৫৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে দীর্ঘ ছয় মাসঅক্লান্ত পরিশ্রমের পর চূড়ান্ত লড়াইয়ে সাত প্রতিযোগী থেকে চ্যানেল আই সেরানাচিয়ে দ্বিতীয় মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রামের মেয়ে ইভানা।রাজধানীরবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে গত মঙ্গলবারসন্ধ্যায় মনমাতানো পারফর্ম্যান্স আর বিচারকদের রায়ে সেরার মুকুট মাথায়তোলেন ইভানা। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেয়া হয় নতুন একটি গাড়িরচাবি ও ডায়মণ্ড ওয়ার্ল্ডের সৌজন্যে ডায়মন্ডের মুকুট। প্রথম ওদ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে ইভান ও মিমো। পুরস্কার হিসেবে ইভানপেয়েছেন তিন লাখ টাকা। আর মিমোকে দেয়া হয়েছে দু লাখ টাকা। বাড়তি পাওনাহিসেবে বিজয়ী প্রত্যেকের জন্য থাকছে ইমপ্রেস অডিও ভিশন থেকে নাচের ডিভিডি ওসিডি প্রকাশ ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রে নাচের সুযোগ। এছাড়াশাস্ত্রীয় নাচের প্রতিষ্ঠান সাধনার পক্ষ থেকে চ্যাম্পিয়ন ইভানাকে ভারতথেকে এক বছর নাচের প্রশিক্ষণের পৃষ্ঠপোষকতা দেয়া হবে।জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়েরপরিচালক বার্তা প্রধান শাইখ সিরাজ ও পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, এসিআই গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আনিস-উদ-দৌলা ও এসিআইয়ের ব্র্যান্ডডিরেক্টর সৈয়দ আলমগীর।চ্যাম্পিয়ন ইভানার মাথায় মুকুট পরিয়ে দেন সেরা নাচিয়ে প্রথম মৌসুমেরযুগ্ম চ্যাম্পিয়ন তুষার ও মীম। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন সেরা নাচিয়েরপ্রধান তিন বিচারক নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রীমেহের আফরোজ শাওন।