জীবননগরে ডাকাত সন্দেহে আব্দুর রহিম গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: জীবননগরে কিছুদিন আগে কয়েক দফায় ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় ডাকাত সন্দেহে আব্দুর রহিমকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।

থানাসূত্রে জানা যায়, বেশ কয়েকদিন যাবত উপজেলার, বাঁকা, হাসাদাহ ও পনেরোসতিপাড়ায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ডাকাতির সাথে জড়িত সন্দেহে উপজেলার কাটাপোল গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে আব্দুর রহিমকে জীবননগর বাসস্ট্যান্ড থেকে জীবননগর থানার সেকেন্ড অফিসার এসআই লুৎফর কবীর গ্রেফতার করেন। আটককৃতকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলে থানাসূত্রে জানা গেছে।