স্টাফ রিপোর্টার:জুনে তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত। গতকাল বুধবার সেই সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের চলমান আইপিএল শেষে বাংলাদেশে আসবে ভারত। সফর শেষে দেশে ফিরেই ইংল্যান্ডে খেলতে যাবে দলটি।১৩ জুন বাংলাদেশে পৌঁছুবে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।১৫, ১৭, ১৯ জুন ম্যাচ তিনটি খেলে পরদিন দেশে ফিরে যাবে। কিছু দিন আগে বাংলাদেশে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে যাওয়া দলটি।