স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার জেহালায় গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতায় ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীরা সবচে ভালো করেছে। তারা ৭টি ইভেন্টের মধ্যে ৫টিতেই চ্যাম্পিয়ন হয়েছে। অন্য দুটিতে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। গতকাল বুধবার জেহালা ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
গত মঙ্গলবার মুন্সিগঞ্জ ফুটবল মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেহালা ইউনিয়ন পরিষদ আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় মুন্সিগঞ্জ একাডেমী, মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠ। দাঁড়িয়াবান্ধা (বালিকা), দাঁড়িয়াবান্ধা (বালক), হাডুডু (বালক), কানামাছি (বালিকা) ও মোরগ লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠ। এ খেলায় সৃজনী বিদ্যাপীঠের ছাত্র সুজন, রাকিব ও সজিব যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে। মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা গোল্লাছুট ও বউচিতে চ্যাম্পিয়ন হয়। গতকাল বেলা সাড়ে ১০টায় জেহালা ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, মুন্সিগঞ্জ একাডেমীর প্রধান শিক্ষক আতিয়ার রহমান, সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা, ক্রীড়া শিক্ষক আতিকুর রহমান শাহীন ও জিল্লুর রহমান, মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মর্জিনা খাতুন, সহকারী শিক্ষক আসাদুর রহমান, ইউপি সদস্য হাসেম মাহমুদ, নজরুল ইসলাম ও মাথাভাঙ্গা প্রতিনিধি অনিক সাইফুল। অনুষ্ঠানটি চমৎকারভাবে উপস্থাপন করেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য আব্দুল হান্নান মাস্টার।