মাথাভাঙ্গা মনিটর: ক্লাব ফুটবলে তারা সতীর্থ। কিন্তু আন্তর্জাতিকঅঙ্গনে লিওনেল মেসি আর নেইমার একে অপরের প্রবল প্রতিপক্ষ। নিজেদের দেশেবিশ্বকাপের আগে আর্জেন্টিনার ফরোয়ার্ডকে তাই একটা হুমকিই দিয়ে রাখলেনব্রাজিলের নেইমার।বিশ্বকাপনিয়ে কথা উঠতেই নেইমারের কণ্ঠে প্রতিদ্বন্দ্বিতার আঁচটা পাওয়া গেল। ব্রাজিলে বিশ্বকাপজয়ের দুরাশা করতে মেসিকে বারণ করে দিয়েছেন তিনি।আমি তাকে বলেছি,ব্রাজিলে বিশ্বকাপ জয়ের কোনো পথই নেই তোমার।পায়ের চোট নিয়েএই মুহূর্তে মাঠের বাইরে আছেন নেইমার। ব্রাজিলে অনুশীলন করছেন বার্সেলোনার এ তারকা।এ বছরে চোটনেইমারকে ভালোই ভুগিয়েছে। পেশির চোট তাকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেশ কয়েক সপ্তামাঠের বাইরে রাখে। আর এবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে পাওয়া বাঁপায়ের চোটে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে।এ চোটের কারণেইএকটা ভয়ও নিজের মধ্যে ঢুকে গিয়েছিলো নেইমারের।আমি দলে ডাকপাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু দলে থাকায় খুব আনন্দ আছি।এখন বিশ্বকাপেচুলের নতুন ফ্যাশন আর গোল উদযাপনের ভঙ্গি কি করবেন তা নিয়ে নিয়ে ভাবছেন নেইমার।১২ জুন ক্রোয়েশিয়ারবিপক্ষে সাও পাওলোতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে ব্রাজিল।