হায়দরাবাদকে হারালো পাঞ্জাব

মাথাভাঙ্গা মনিটর: ব্যাট হাতে তাণ্ডব জারি গ্লেন ম্যাক্সওয়েলের। আরজয়রথ সচল কিংস ইলিভেন পাঞ্জাবের। গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল বুধবার আগে ব্যাট হাতেরানবন্যা দেখিয়েছিলো সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু  ইনিংসে ৮ বল অব্যবহৃতরেখেই ২০৬ রানের টার্গেট টপকে যায় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার কিংসইলিভেন। ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রান রেটেচেন্নাইকে পেছনে রেখে তালিকায় এক নম্বরে পাঞ্জাব। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়েকোলকাতার পিছে হায়দরাবাদের অবস্থান পাঁচ নম্বরে।