মাথাভাঙ্গা মনিটর: আগের ম্যাচে ৩৮ বলে ৮৩ রান করলেও যবরাজ সিঙের দলরাজস্থানের কাছে হেরেছিলো ৫ উইকেটে। গত মঙ্গলবার আবারও ব্যাটে ঝড় তোলেন ভারতীয়এ অলরাউন্ডার। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির বিপক্ষেতিনি অপারিজত থাকেন ২৯ বলে ৬৮ রান করে। ৯টি ছক্কা ও একটি চারের সাহায্যেতিনি এ রান করেন। তার এ ঝড়ো ব্যাটিঙে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু১৬ রানে হারিয়েছে দিল্লিকে। টসে হেরে শুরুতে ব্যাট করতেব্যাঙ্গালুরু। যুবরাজের মারকাট এ ইনিংস ও এবি ডি ভিলিয়ার্সের ১৭ বলে ৩৩রানরে ওপর ভর করে তারা সংগ্রহ করে ৪ উইকেটে ১৮৬ রান।জবাবে দিল্লি ৬ উইকেটে১৭০ রান তুলতে পারে। দলের পক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন জেপিডুমিনি।