মাথাভাঙ্গা মনিটর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যারপরিকল্পনাকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালতের বিচারক।অবশ্যজুরিদের দেয়া রায়টিকেই আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। ২০১১ সালে ওবামাকে হত্যা প্রচেষ্টার অংশ হিসেবে ৪৪বছর বয়সী জেমস ম্যাকভেই ৭৫ বছর বয়সী মেইবেলে শেইনকে উপর্যুপরি ছুরিকাঘাতেহত্যা করেছিলেন। গুরুতর সে ঘটনায় ম্যাকভেই দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তিনিমানসিকভাবে অসুস্থ। শেইনকে হত্যা করে তার গাড়ি ছিনিয়ে নিয়ে ওয়াশিংটনপর্যন্ত চালিয়ে গিয়ে বারাক ওবামাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন ওইব্যক্তি। কিন্তুতাকে উইসকন্সিনের ম্যাডিসন এলাকা থেকে গ্রেফতার করেপুলিশ। এদিকে শুনানির সময় শেইনের পরিবারের সদস্যরা কোনো কথা বলেননি। ম্যাকভেইনিজে ও তার পক্ষের আইনজীবীও কোনো মন্তব্য করেননি। বিচারক পিটার লিবারম্যানবলেন, আমার এখানে বেশি কিছু বলার নেই। এটা এমন এক পরিস্থিতি, যেখানে আমাররায়ের তুলনায় জুরিদের রায়ের গুরুত্ব অনেক বেশি। জুরিরা একমত না হলে, সেক্ষেত্রে প্যারোলে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতো ম্যাকভেইকে।