মাথাভাঙ্গা মনিটর: সিনেমারশুটিংকালে একজন স্ট্যান্ডম্যানের পেটে ছুরিকাঘাত করেছেন বলিউডের অভিনেত্রীশ্রদ্ধা কাপুর। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে আশিকি টু নামে যার খ্যাতিরয়েছে। গত বুধবার এক ভিলেননামক একটি চলচ্চিত্রের শুটিংকালে খলনায়কের পেটে ছুরি মারার দৃশ্য ধারণ করতে গিয়ে ওই ঘটনা ঘটে।তবে শ্রদ্ধা কাপুর বলছেন, নকল ছুরির পরিবর্তে তার হাতে কেউ আসল ছুরি তুলে দেয়ার ফলেই এ ঘটনা ঘটেছে।ভারতীয়সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনার পরপরই ওই স্ট্যান্ডম্যানকে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।ঘটনার পর শ্রদ্ধা হতভম্ব হয়ে পড়েন এবং তিনি দৌঁড়ে সহকারী পরিচালকের কাছে গিয়ে বলেন, নকল ছুরির বদলে তার হাতেকেউ আসল ছুরি দিয়েছে।শ্রদ্ধারছুরি মারার ওই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মুষড়ে পড়েছেন তিনি।