বেগমপুরের আকন্দবাড়িয়ায় ভাগ্নের শাপলের আঘাতে মামা জখম

 

বেগমপুর প্রতিনিধি: বেগমপুরের আকন্দবাড়িয়া গ্রামে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ভাগ্নের শাপলের আঘাতে মামা জখম হয়েছেন। আহত মামাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

জানাগেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোলাম রসূলের ছেলে আমিরুল ইসলাম সীমানা নির্ধারণ না করে পাকাঘর নির্মাণ করছিলেন। এসময় মামা সমসের আলীর ছেলে আজিজুল (৫০) ভাগ্নে আমিরুলকে সীমানা ঠিক করে ঘরের কাজ করার জন্য বলে। এতে ক্ষিপ্ত হয়ে ভাগ্নে হাতে থাকা শাপল দিয়ে মামা আজিজুলের মাথায় হাতে এবং পিঠে আঘাত করে জখম করে। আহত আজিজুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।