হাসেম রেজা: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের হাজার হাজার পরিবারে ৫ বছরেও মেলেনি পল্লি বিদ্যুতের আলো। কবে জ্বলবে তারও কোনো আশা ভরসা নেই। তবুও বিদ্যুত থেকে বঞ্চিত পরিবারগুলো বুক বাঁধা আশা নিয়ে চাতক পাখির ন্যায় বছরের পর বছর ধরে তাকিয়ে আছে পল্লিবিদ্যুতের পোলের দিকে। ছোট-বড় রাজনৈতিক মিটিং হলেই নেতারা এসব বিদ্যুতবিহীন পরিবারগুলোর দৃষ্টি আকর্ষণ করার জন্য বক্তব্যের প্রথমেই প্রতিশ্রুতি দেন আগামী একদু মাসের মধ্যে বিদ্যুত বঞ্চিত পরিবারে বিদ্যুতের আলো পৌঁছে দেবো। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর চলে গেলেও দেখা মেলেনি বিদ্যুতের আলোর। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে কুড়ুলগাছি ইউনিয়নবাসী।