নারায়ণগঞ্জের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করবেন না

 

স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসনখালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, নারায়ণগঞ্জের হত্যাকাণ্ড নিয়ে রাজনীতিকরবেন না। গত বছর আপনার নেতৃত্বে পেট্রোলবোমা ও আগুনে পুড়িয়ে যেসব লোককেমারা হয়েছে তাদের পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানান। পরিবারকে সান্ত্বনাদিয়ে তাদের কাছে ক্ষমা চান। গতকালমঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতেসম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মুক্তিযোদ্ধাদেরপ্রতি আহ্বান জানিয়ে হাসান মাহমুদ বলেন, ষড়যন্ত্রকারীদের বের করে উপযুক্তশাস্তি দিতে হবে। কাউকে ছাড় দেয়া যাবে না। র‌্যাব বিলুপ্তির দাবিরবিরোধিতা করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মী দমনে খালেদা জিয়া র‌্যাববাহিনী গঠন করেছিলেন। আমরা ক্ষমতায় এসে সেই র‌্যাবকে উন্নত প্রশিক্ষণেরমাধ্যমে জঙ্গি দমনে কাজে লাগিয়েছি। দেশ-বিদেশে এ বাহিনী ব্যাপক সুনামঅর্জন করেছে।