মিয়ানমারে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

 

মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারেএকটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গুরতর আহত ২৯ জনকেহাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। নাইপিদো-ইয়াঙ্গুন মহাসড়কে গত সোমবারস্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনায় ঘটে।৪৩ জন যাত্রী নিয়ে ইয়াঙ্গুন যাওয়ার পথেএকটি গাড়িকে দ্রুতগতিতে অতিক্রম করতে গেলে বাসটি উল্টে সেতু থেকে পড়ে যায়বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা একটি। এ সময় প্রচণ্ড বৃষ্টিহচ্ছিলো বলেও বার্তা সংস্থাটি জানিয়েছে।