আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি গ্রামের এক কৃষকের দেয়া আগুনের লেলিহান শিখায় বিস্তীর্ণ ভুট্টাক্ষেত পুড়ে গেছে। বেলগাছি গ্রামের ইরি মাঠে ছড়িয়ে পড়া এ ভয়ঙ্কর আগুন প্রায় ২ ঘন্টার চেষ্টায় আলমডাঙ্গা ফায়ার স্টেশন নেভাতে সক্ষম হয়।
জানা গেছে, আলমডাঙ্গা বেলগাছি গ্রামের ইরি মাঠে ৮ কাঠা জমিতে ওই গ্রামের বাবলু শাহর ছেলে লাবু ভুট্টা আবাদ করেছিলেন। গত কয়েক দিন পূর্বে তিনি জমি থেকে ভুট্টা কেটে নিয়ে গেছেন। গতকাল সোমবার তিনি খালি জমিতে ভুট্টার নাড়ায় আগুন দেন। এ আগুন মুহূর্তে সারা মাঠে ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করলেও যখন পারেননি, তখন পালিয়ে যান। বিস্তীর্ণ মাঠে আগুন ছড়িয়ে গেলে গ্রামবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। বেলা ৩টায় ওই আগুন লাগে। ২ ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীদের ২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে অক্লান্ত পরিশ্রমের পর আগুন নেভাতে সক্ষম হয়। উপস্থিত একাধিক কৃষক জানিয়েছেন- ভাগ্য ভালো, যদি বাতাস দক্ষিণ দিক থেকে উত্তরে বইতো, তাহলে উত্তরের বিস্তীর্ণ ভুট্টাক্ষেত পুড়ে ছারখার হয়ে যেতো। উত্তরের মাঠের ভুট্টা কাটা হয়নি। দক্ষিণ দিকে যে দিকে পুড়েছে, সেই দিকের বেশির ভাগ ক্ষেতের ভুট্টা কেটে নেয়া হয়েছে। ফলে কম ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে বেলগাছি গ্রামের শমশের আলির ছেলে বাবলুর ১৫ কাঠা, আজিম উদ্দীনের ছেলে বিল্লালের ১০ কাঠা, মুক্তার আলির ছেলে হায়দারের ১৬ কাঠা, আবুল হোসেনের ছেলে শফি উদ্দীনের ৮ কাঠা, রহমানের ছেলে কোরবান আলির ৮ কাঠা, শাহজাহান আলির ছেলে মিনাজ উদ্দীনের ১৫ কাঠা, মুস্তাক আলির ১৫ কাঠাসহ প্রায় ৫-৬ বিঘা জমির ভুট্টা সম্পূর্ণ পুড়ে গেছে। প্রায় ১ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।