ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

 

মাথাভাঙ্গা মনিটর: তারুণদেরকেপ্রাধান্য দিয়ে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করলেন ইংল্যান্ড জাতীয়ফুটবল দলের কোচ রয় হজসন। গতকাল সোমবার ঘোষিত ২৩ সদস্যের এ দলে জায়গা হয়নি অভিজ্ঞঅ্যাশলে কোলের।ফিটনেস সমস্যা থাকলেও আর্সেনালের দু তারকা জ্যাকউইলশিয়ার ও অ্যালক্স ওক্সলেড-চেম্বারলেইনকে রেখেছেন এ দলে। এছাড়াও চলতিমরসুমে ক্লাবের হয়ে দারুণ ফর্মে থাকা তরুণ তারকা ১৮ বছর বয়সী লুক শ,২০ বছরবয়সী রস বার্কলে ও ১৯ বছর বয়সী রহীম স্টারলিং দলে অন্তর্ভূক্ত হয়েছেন।কাঁধের চোটে ভুগতে থাকা ম্যানইউ ডিফেন্ডার ফিল জোন্সও জায়গা পেয়েছে হজসনের দলে। এছাড়া অত্যতম ফরোয়ার্ড ওয়েন রুনিতো আছেনই।ইংল্যান্ডের বিশ্বকাপ দল:গোলরক্ষক- জো হার্ট,ফ্রেসার ফর্সটার,বেন ফোস্টার।ডিফেন্ডার- গ্লেন জনসন, ফিল জোন্স, ফিল জাগেইলকা, গারি কাহিল, ক্রিস স্মলিং, লুক শ, লেইটন বেইন্স।মিডফিল্ডার-স্টিভেন জেরার্ড, ফ্রাঙ্ক লাম্পার্ড, জর্ডান হেন্ডারসন, রস বার্কলে, জ্যাকউইলশিয়ার, অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলেইন, রহীম স্টারলিং, অ্যাডাম লালানা ওজেমস মিলনার ।ফরোয়ার্ড- ড্যানিয়েল স্টুরিজ, ওয়েন রুনি, ড্যানিওয়েরব্যাক ও রিকি ল্যাম্বার্ট।