মাথাভাঙ্গা মনিটর: গণপ্রজাতন্ত্রি কঙ্গোর রাজধানী কিনশাসায় একটিফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেনআরো অন্তত ২০ জন। গত রোববার একটি ফুটবল ম্যাচ শেষহওয়ার পর পদদলনের এ ঘটনা ঘটে।প্রকাশিত খবরে জানা গেছে, কিনশাসার ফুটবল দল এএসভি ক্লাব দেশটিরলুবুমবাসি অঞ্চলের দল টট পুসা মাজেম্বি দলের কাছে ০-১ গোলে হেরে গেলে স্থানীয়দর্শকরা উত্তেজিত হয়ে ওঠে।ক্ষুব্ধ দর্শকরা চার পুলিশ সদস্যকে লাঞ্ছিত করলেপুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এতে দর্শকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কিতদর্শকরা হুঁড়োহুড়ি করে বের হতে গেলে অনেক মানুষ হতাহত হয়।কিনশাসারদায়িত্বপ্রাপ্তমন্ত্রী ইমানুয়েল বলেছেন, “চারজনপুলিশ সদস্যকে সমর্থকরা লাঞ্ছিত করে। পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে, পদদলনেরঘটনা শুরু হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।”