মাথাভাঙ্গা মনিটর: একটি তদন্তের সাজানো ফলাফলের জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করেছে উত্তর কোরিয়া।ওই তদন্তের ফলাফলে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ারপ্রধান সামরিক স্থাপনাগুলোর ওপর গোয়েন্দাগিরি করার জন্য মার্চে উত্তর কোরিয়া একটিছোট গোয়েন্দা ড্রোন বা চালকবিহীন বিমান পাঠিয়েছিলো।উত্তর কোরীয় সামরিকবাহিনীর এক মুখপাত্র দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গেয়ুন হি সরকারের উদ্ভাবিতউস্কানিমূলক চক্রান্তকে অন্ধভাবে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্তকরেন।এ সময় দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ককে “রাজনৈতিক বেশ্যা” বলেআখ্যায়িত করেন তিনি।উত্তর কোরিয়ার একবিবৃতিতে অনামা ওই মুখপাত্র বলেন, “ওয়াশিংটন যদি শুধু তার কৌতুকের বাঁশিতেই কানলাগিয়ে থাকে, তাহলে বলতেই হবে সে একজন জরাগ্রস্থ বৃদ্ধের মতো আচরণকরছে।” দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ধারাবাহিক লিখিতআক্রমণের এটি সর্বশেষ ঘটনা। এর আগে প্রেসিডেন্ট পার্ককে “যৌনকর্মী” বলে উল্লেখকরেছিলো উত্তর কোরিয়া।