স্টাফ রিপোর্টার: মহাসড়কেথ্রি হুইলার, নসিমন, করিমন, ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে ১৫ মে থেকেদক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটেরআল্টিমেটাম দেয়া হয়েছে। গতকাল রোববার যশোর জেলা সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয়া হয়।
সংবাদসম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, যশোর বাস মালিক সমিতির সভাপতি আলহাজআলী আকবার। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলহাজ ইকরামুল ইসলাম চৌধুরী ইকু, আইডিবিএস সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া, যশোর মিনিবাস ও বাস মালিকসমিতির যুগ্ম সম্পাদক অসিম কুন্ডু, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতিরসভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন, জেলা সড়কপরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
সভায় মালিক ওশ্রমিক নেতারা বলেন, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলেএসব যানবাহন চলাচল করছে। এতে বাস মালিক ও শ্রমিকরা চরমভাবে আর্থিক ক্ষতিরশিকার হচ্ছেন। এছাড়া দুর্ঘটনার হারও বেড়ে গেছে। এসব যানবাহন বন্ধে দেশেরবিভিন্ন জেলায় আন্দোলন করছে বাস মালিক ও শ্রমিকরা। কিন্তু হাইকোর্টেরনির্দেশনা থাকা সত্ত্বেও প্রশাসন অবৈধ যানবাহন বন্ধে কার্যকর কোনো পদক্ষেপনিচ্ছে না।