মুজিবনগর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তারা

সন্ত্রাস দমনে পুলিশকে সহযোগিতা করতে হবে

 

মুজিবনগর প্রতিনিধি: জ্বালাও পোড়াও করে শান্তিপ্রতিষ্ঠা করা যায়না। পুলিশকে আঘাত করলে সমাজের বিশৃঙ্খলা দূর করা সম্ভব হবে না। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহযোগিতা করতে হবে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর মুজিবনগর থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ওসি আসলাম খানসহ বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সভাপতিত্ব করেন মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক কুতুবউদ্দীন, মুজিবনগর থানার এসআই মধুসুধন মোস্তাবি, এসআই শঙ্কর ঘোষ, এসআই বিকাশচন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসআই খায়রুজ্জামান। উপস্থিত ছিলেন এলাকার বিভন্ন পেশার মানুষ।