মেহেরপুরের মুজিবনগরে দু জামায়াত সমর্থক আটক

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আব্দুল লতিফ মোল্লা (৪৫) ও একই গ্রামের আবুল হোসেন মোল্লাকে (৪২) গত শনিবার সন্ধ্যারাতে আটক করেছে পুলিশ। আটক দুজন জামায়াত সমর্থক ও হরতাল-অবরোধের সময় নাশকতার সাথে জড়িত বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসি আসলাম খান।

জানা গেছে, মুজিবনগর থানা পুলিশ গত শনিবার সন্ধ্যারাতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় রামনগর গ্রামের মহাব্বত মোল্লার ছেলে মোনাখালী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা ও একই গ্রামের মৃত গোলাম মোল্লার ছেলে আবুল হোসেন মোল্লাকে আটক করা হয়। হরতাল-অবরোধের সময় পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।