ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ল্যাপটপ বিতরণ করা হয়। এ উপলক্ষেগতকাল শনিবার সদর উপজেলার হলিধানী এলাকায় ভেটেরিনারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, ঝিনাইদহের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম এবং কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বলেন, আগামী ৩ মাসের মধ্যে কলেজের শিক্ষার্থীদের ইন্টারনেটে আউটসোর্সিঙের ওপর প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে গড়ে তোলা হবে। পরে অতিথিরা কলেজের প্রথমবর্ষের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেন।