শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস উপলক্ষে এক্টিভেশন ওয়ার্কশপ

 

গাংনী প্রতিনিধি: শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস উপলক্ষে মেহেরপুর জেলার চলছে এক্টিভেশন ওয়ার্কশপ। গাংনী গণিত পরিবারের ব্যবস্থাপনায় গতকাল শনিবার গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গাংনী গণিত পরিবারের পরিচালক আবির সাফি বিন্দুর নেতৃত্বে অন্তু, সাহেদ ও চন্দনসহ গণিত পরিবারের সদস্যরা ওয়ার্কশপ পরিচালনা করেন। দুটি বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করে। বাংলাদেশ গণিত জনপ্রিয়করণ সমিতি এ শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করেছে।