দর্শনা অফিস: কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম হাফিজকে ইউনিয়ন থেকে কৈফিয়ত তলব করা হয়েছে। সংগঠনের মতবিনিময়সভায় ইউনিয়নের গঠনতন্ত্র পরিপন্থি বক্তব্যের কারণেই তাকে কৈফিয়ত তলব নোটিশ দেয়া হয়েছে। কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত গত ৩ সেপ্টেম্বর কৈফিয়ত তলবপত্রে বলা হয়েছে, গত ২৮ আগস্ট কেরুজ সূর্যসেনা সংগঠনে মতবিনিময়সভায় ইউনিয়নের স্বার্থের পরিপন্থি বিভিন্ন বক্তব্য দেয়া হয়। যা ইউনিয়নের গঠনতন্ত্রের ১৯ নং অনুচ্ছেদের স্পস্ট লঘ্নন। গঠনতন্ত্র পরিপন্থি এ ধরনের কার্যকলাপের জন্য ৫ নং গ ধারা মোতাবেক হাফিজুল ইসলামের বিরুদ্ধে কেন আইনানুয়োগ ব্যবস্থা গ্রহণ করা হবে তা পত্র পাওয়া সাত দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে হাফিজুল ইসলাম বলেছেন, নিয়মমাফিক যথাসময়ে লিখিতভাবে জবাব দেয়া হবে।