ইসলাম রকিব: ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিদর্শন টিম বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ পরিদর্শন করেছে। গত শক্রবার পরিদর্শন টিম কৃষি অনুষদের কার্যক্রম পরিদর্শন শেষে কৃষিবিষয়ক সেমিনারে যোগদান করে। পরিদর্শন টিম কৃষি অনুষদের কার্যক্রম ও কৃষি ল্যাবরেটরি দেখে সন্তোষ প্রকাশ করে। সকাল ১০টায় পরিদর্শন টিমকে স্বাগত জানানবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন- ইউজিসির সহকারী পরিচালক বিষ্ণু মল্লিক, অধ্যাপক ড. আবু বকর মো. ইসমাইল ও প্রফেসর এম আমিনুল হক।
দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত কৃষি বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড.এম ওবায়দুল ইসলাম জোয়ার্দ্দার।সভাপতিত্ব করেন রেজিস্ট্রার প্রফেসর হারুন-অর-রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর এম আমিনুল হক। প্রফেসর এম আমিনুল হক টিস্যুকালচারের মাধ্যমে রোগমুক্ত আলুবীজ উৎপাদন ও স্ট্রবেরি চাষ সম্বন্ধে তার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইসচ্যান্সেলর বলেন, কৃষিবিষয়ক এ ধরনের সেমিনার আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সকল ছাত্র-ছাত্রীদের কৃষি বিষয়ক জ্ঞানকে সমৃদ্ধি করবে এবং আশ্বস্ত করেন কৃষির বিভিন্ন প্রযুক্তির ওপর আরো সেমিনার অনুষ্ঠিত হবে।উপস্থিত ছিলেন- ট্রেজারার আ. মোত্তালিব, পরিচালক অর্থ প্রফেসর আ.মজিদ, সহকারী রেজিস্ট্রার নাফিউল ইসলাম শান্ত, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সহকারী অধ্যাপক ড. মো. নাহিদ পারভেজ, বিপিএইচ বিভাগের সহযোগী অধ্যাপক ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মাহবুব আলম, কৃষি অনুষদের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, বিবিএ বিভাগের প্রভাষক রতনা রাণী সাহা, বিপিএইচ বিভাগের প্রভাষক মো. শফিউর রহমান, ইইই বিভাগের প্রভাষক মো. আরিফুর রহমান ও ববিতা কৃষি অনুষদের সকল ছাত্র-ছাত্রী।