নোয়াখালীতে নূর হোসেনের ড্রাইভারসহদুজন আটক

 

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জেরসাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের ড্রাইভার মহিবুল্লাহকে আটককরেছে নোয়াখালী ডিবি পুলিশ। এ সময় মহিবুল্লার শ্যালক সম্রাটকেও আটক করাহয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে সেনবাগ থানা পুলিশে সহায়তায় নারায়ণগঞ্জপুলিশের একটি দল মোবাইলট্র্যাকিঙের মাধ্যমে জেলার বেগমগঞ্জের রসুলপুরইউনিয়নের উত্তর লাউতলী গ্রামের ছেরাজুল হকের বাড়ি থেকে তাদের আটক করা হয়বলে নারায়ণগঞ্জের পুলিশের দায়িত্বশীল একটি সূত্র সমকালকে নিশ্চিত করেছে।

রসুলপুরইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সেনবাগ ও নারায়ণগঞ্জপুলিশের একটি দল ছেরাজুল হকের বাড়ি থেকে দুজনকে ধরে নিয়ে গেছে। তবে তাদেরকি অপরাধে আটক করা হয়েছে তা আমি জানি না।স্থানীয়রাজানান, মাসুদের বাড়ি নারায়নগঞ্জে। তিনি সেনবাগের লাউতলী গ্রামের ছেরাজুরহকের মেয়েকে বিয়ে করেন। আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় পুলিশের ধড়পাকড় শুরুকরলে মাসুদ শ্বশুর বাড়িতে আশ্রয় নেন।আটকের পর পুলিশ তাদের নারায়ণগঞ্জে নিয়ে গেছে বলে জানিয়েছে সেনবাগ থানা পুলিশ।সেনবাগথানার ওসি মমিনুল ইসলাম বলেন, নারায়নগঞ্জের সিআইডি পুলিশের একজন এএসপিরনেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে।তবে আটককৃতরা কি ধরনের অপরাধের সাথে জড়িত তা তিনি বলতে পারেননি।বেগমগঞ্জ মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুজনকে আটকের বিষয়ে আমি কিছুই জানি না।নোয়াখালীরপুলিশ সুপার ইলিয়াস শরীফ বলেন, নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় দুজনকেবেগমগঞ্জ থেকে আটক করা হয়েছে বলে শুনেছি। এর বেশি আমি কিছু জানি না।