জনরোষে লাঞ্ছিত হলেন অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক নাজমুল

দর্শনায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় দক্ষিণচাঁদপুরের খোকনের মৃত্যু

 

দর্শনা অফিস: দর্শনায় হাতুড়ে চিকিৎসকরের ভুল চিকিৎসায় প্রাণ হারালেন কেরুজ ভাউচার ব্যবসায়ী খোকন। জনরোষে লাঞ্ছিত হয়েছেন অভিযুক্ত চিকিৎসক নাজমুল হুসাইন। সবজান্তা হাতুড়ে চিকিৎসক নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

অভিযোগে জানা গেছে, দর্শনা পৌর শহরের দক্ষিণচাঁদপুরের আফসার আলীর ছেলে কেরুজ চিনিকলের ভাউচার ব্যবসায়ী আমিনুল ইসলাম হুকুম ওরফে খোকন (৪৫) গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। খবর দেয়া হয় দর্শনা বাসস্ট্যান্ডের পল্লিচিকিৎসক নাজমুল হুসাইনকে। সবজান্তা নাজমুল কিছু না বুঝেই খোকনের শরীরে ইনজেকশন ও স্যালাইন দিলেক ২০ মিনিটের মাথায় মৃত্যুর কোলে ঢলে পড়েন খোকন। এ সময় নাজমুল হুসাইন পড়েন জনরোষের মুখে। হতে হয় শারীরিকভাবে লাঞ্ছিত। অভিযোগ উঠেছে, সন্ধ্যার পর নাজমুলের বাসস্ট্যান্ডস্থ চেম্বারে নিহতের পরিবারের লোকজন চিকিৎসার ব্যাপারে জানতে চাইতে গেলে তাদের সাথে খারাপ আচরণ করেন তিনি। ফলে সে সময়ও শারীরিক লাঞ্ছিত হয়েছেন নাজমুল। নাজমুলের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে অনেকেই বলেছে, তেমন কোনো বড় ডিগ্রি না থাকলেও সে নিজেকে বড় চিকিৎসক হিসিবে পরিচয় দিয়ে থাকে। কুষ্টিয়া জেনারেল প্রাকটিশনাল এলএমএএফপি ডিগ্রি থাকলেও নাজমুল হুসাইন নামের সাইনবোর্ড ও পরামর্শপত্রে লিখে থাকেন ডাক্তার। এছাড়া তার চেম্বারের ওপর প্রভা ক্লিনিকের সাইনবোর্ড ঝুলানো থাকলেও কোথায় এ ক্লিনিক তার কোনো হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে নাজমুল হুসাইনের কাছে জানতে চাইলে তিনি কোনো সদোত্তর দিতে পারেননি। এদিকে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনি জানান, কমপক্ষে এমবিবিএস ডিগ্রিবিহীন কোনো চিকিৎসকই নামের আগে ডাক্তার লিখতে পারেন না। তবে অভিযুক্ত হাতুড়ি চিকিৎসকরের নাজমুলের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সুদৃষ্টি কামনা করেছে।