স্টাফ রিপোর্টার:ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বারোবাজার থেকে আত্মীয় পরিচয়েভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার তালা উপজেলার শাকদহগ্রাম থেকে স্কুলপড়ুয়া দু ছাত্রীকে জনতার সহযোগিতায় উদ্ধার করেছে পুলিশ।তবে পাচারকারী মহিলা সদস্যকে ধরা সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার বিকেলে তাদেরউদ্ধার করা হয়।অপহৃত স্কুলছাত্রীরা হলো-ঝিনাইদহ জেলার কালীগঞ্জেরমিঠাপুকুর হাইস্কুলপাড়ার পশুডাক্তার মো. কালাম হোসেন জোয়ার্দ্দারেরমেয়ে উম্মে হাবিবা বেদানা (১১) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়েইয়াছমিন আক্তার (১১)।পাটকেলঘাটা থানার ওসি মো. মামুন-উর-রশিদজানান, খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই অভিভাবকরা এসে উদ্ধারকৃতদের থানা থেকেনিয়ে যান। তবে কথিত অপহরণকারী কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।