স্টাফ রিপোর্টার: রাজবাড়িতেদু বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে উভয় বাসের আরো ৩০জনযাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুরেরমজলিসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন নারী ওএক শিশু রয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজবাড়ির বিভিন্ন হাসপাতালেভর্তি করা হয়েছে।নিহত তিনজন বাস স্টাফের পরিচয় জানা গেছে। তারাহচ্ছেন- গ্লোবাল পরিবহনের সুপাভাইজার বাবু ফকির (৩৮), হেলপার জুয়েল (৩৫) ওকাউন্টার মাস্টার পরেশ। বাবু ফকিরের বাড়ি ফরিদপুরের মুন্সিবাজার। জুয়েল ওপরেশের বাড়ি বরিশালে বলে জানান বাসের একজন স্টাফ। পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুরে খুলনাথেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে বরিশালগামী একটিবাসের সংঘর্ষ হয়। এতে ১০ জন নিহত ও আরো অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদেরফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।