স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা সদস্য বিএনপিতে যোগদানকারী অফিসে আটক রেখে বাটামপেটা করেছে বলে অভিযোগ উঠেছে। দর্শনার মোবারকপাড়ার শাহারুল ইসলাম অভিযোগ করে বলেন, গতপরশু দর্শনায় বিএনপির মতবিনিময়সভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হাজি মোজাম্মেল হকের হাতে হাত রেখে বিএনপিতে যোগদান করি। এ ঘটনায় দর্শনার ছাত্রলীগ ও যুবলগকর্মীরা বাড়ি থেকে ধরে নিয়ে পাঠানপাড়ায় তাদের অফিসে আটকে রেখে বাঁশ ও বাটাম দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।