ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে চিৎলা ইউনিয়ন আয়োজিত হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে ইউনিয়ন গ্রামীন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে গতকাল দিনব্যাপিএ ক্রীড়া প্রতিযোগিতায় হাডুডু,বৌছি,মোরগ লড়াই,গাদি খেলাসহ গ্রামীণ অনেক ধরনের খেলা নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউপি সদস্য ইন্তাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব আলমগীর হোসেন,যুবলীগ নেতা মহিবুল ইসলাম মন্টু,চিৎলা রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা,হাপানিয়া পুলিশ ফাঁড়ির এএসআই আমির হোসেন,ইউপি সদস্য রবিউল ইসলাম,রবিউল হক,ফাতিমা খাতুন,মিতা খাতুন,সাবেক মেম্বার রবিউল হক মন্টু,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক আব্দুর রহিম,গোলাম মোস্তফা ও তরিকুর ইসলাম প্রমুখ। খেলাটিসার্বিক পরিচালনা করেন হাপানিয়া হাইস্কুল শিক্ষক গোলাম রসুল, সেবাবাগ হাইস্কুল শিক্ষক বিপ্লব।