২য় মেয়াদে আলমডাঙ্গা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হলেন মহিদুল ইসলাম মহিত

 

আলমডাঙ্গা ব্যুরো: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় মেয়াদে আলমডাঙ্গা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হলেন মহিদুল ইসলাম মহিত। মহিদুল ইসলাম মহিত ব্যতিত অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গতকাল বৃহস্পতিবার তাকে ২য় মেয়াদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা বিআরডিবির ইউসিসিএ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির মেয়াদ সম্প্রতি উত্তীর্ণ হয়। ওই কার্যনির্বাহি কমিটির চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য জেলা সমবায় দফতরের পরিদর্শক নাজির হোসেনকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করা হয়। চেয়ারম্যান পদে শুধু সাবেক চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিত মনোনয়নপত্র জমা দেন। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গতকাল পুনরায় ২য় মেয়াদে ১৩তম ইউসিসিএ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মহিদুল ইসলাম মহিতের নাম ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাজির হোসেন এ ঘোষণা দেন। এ ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা চত্বরে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, জেলা আওয়ামী লীগ নেতা কাউসার আহমেদ বাবলু, মাসুদুজ্জামান বিশ্বাস লিটু, উপজেলা ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, পৌর সভাপতি আবু মুসা, সাবেক সম্পাদক শহিদুল ইসলাম খান, আসাদুল হক ঠাণ্ডু, আব্দুল হালিম মণ্ডল, আব্দুর রাজ্জাক, খন্দকার বজলুর রহমান, ওল্টু, আব্দুর রাজ্জাক, এমদাদুল হক টুকু, আসলাম উদ্দীন বিশু, শেখ আব্দুল জব্বার, ইন্দ্রজিত দেব শর্মা, সমীর কুমার দে, শাহ আলম, খবির উদ্দীন, মতিয়ার রহমান, জহুরুল ইসলাম বেলু, রাহাব উদ্দীন, জালাল উদ্দীন, যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম স্বপন, সাবেক কমিশনার শাহীন রেজা, শরিফুল ইসলাম রিফাত কাউন্সিলর, জিনারুল ইসলাম, আব্দুল গাফফার, সোনাহার, নাহিদ, পিন্টু, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি শাহীন, তপন, সাইকা, তামিম, আলম হোসেন প্রমুখ।