চুয়াডাঙ্গার ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের ভাংবাড়িয়ায় লাটাহাম্বারের ধাক্কায় কলেজছাত্র নিহত

 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের ভাংবাড়িয়ানতুনপাড়া সড়কে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়েথাকা মোটরসাইকেল  আরোহীকে পেছন থেকে লাটাহাম্বার ধাক্কা দিলে ঘটনাস্হলেএক কলেজছাত্র নিহত হয়। নিহতের নাম সিপন (২০)। সে  দামুড়হুদা ইব্রাহীমপুরশেখপাড়ার ওহিদুল ইসলামের ছেলে।

জানাগেছে, গতকাল সন্ধ্যায় হারদী জোহাকলেজের ছাত্র সিপন ইব্রাহীমপুর থেকে মোটরসাইকেলযোগে হারদী যাবার পথেভাংবাড়িয়া নতুনপাড়া সড়কের পাশে দাঁড়িয়ে বন্ধু হারানের সাথে কথা বলছিলো।এ সময় ভাংবাড়িয়ার হামিদের ছেলে কালাম ধান বোঝাই লাটাহাম্বার লাইট নাজ্বালিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলচালককেচাপা দিয়ে পালিয়ে যায়। মাথার ওপরগাড়ির চাকা উঠে যাওয়ায় ঘটনাস্থলেসিপন মৃত্যুবরণ করে। গতরাতে নিহতের লাশ দামুড়হুদাইব্রাহীমপুর শেখপাড়া গ্রামে নেয়া হয়েছে।