প্রথম বিভাগ ভলিবল লিগে মেহেরপুর ছহিউদ্দিন স্মৃতি সংঘ ও যুব স্পোর্টিং ক্লাব জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলিবল লিগের ২য় রাউন্ডের খেলায় মেহেরপুর ছহিউদ্দিন স্মৃতিসংঘ ও মেহেরপুর যুব স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়ামে মাঠেখেলায় মেহেরপুর ছহিউদ্দিন স্মৃতিসংঘ ২-০ সেটে মেহেরপুর টাউন ক্লাবকে পরাজিত করে। দিনের অপর খেলায় মেহেরপুর যুব স্পোর্টিং ক্লাব ২-১ সেটে মেহেরপুর পৌরডিগ্রি কলেজকে পরাজিত করে।