২ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় থ্রিপিস উদ্ধার

চুয়াডাঙ্গা বিজিবি-৬ অধিনায়কের নেতৃত্বে জীবননগরে টাস্কফোর্স

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাস্থ বিজিবি-৬ চোরাচালানী অভিযান অব্যাহত রেখেছে। ট্রাকভর্তি ভারতীয় প্রচুর পরিমাণের থ্রিপিস উদ্ধার করেছেন তারা। গতকাল ভোরে জীবননগর থেকে উদ্ধারকৃত থ্রিপিসের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকার অধিক বলে জানিয়েছে বিজিবি।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স, চুয়াডাঙ্গার মাধ্যমে জীবননগর থানার পাকা রাস্তার ওপর একটি বিশেষ টহলে গমন করেন। ভোরে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী মালামাল লোড একটি মিনি কাভার্ডভ্যানকে (ঢাকা-মেট্রো-ন-১৬-২১৩৯) থামানোর জন্য টহলদল চ্যালেঞ্জ করলে চালক ও হেলপার কাভার্ডভ্যান থেকে নেমে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। তখন টহল দল কাভার্ডভ্যানটি ব্যাটালিয়ন সদর, চুয়াডাঙ্গায় নিয়ে আসে এবং ভ্যানটি আনলোড করে দু হাজার দুশ পিসথ্রিপিস উদ্ধার করে। ভারতীয় উন্নতমানের থ্রিপিসগুলোর আনুমানিক মূল্য দু কোটি ষাটলাখ টাকা।