জীবননগরপাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ইউএনওকে বিদায় সংবর্ধনা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমানকে গতকাল বুধবার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের পক্ষ হতে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এসএসসি ৮৮ ব্যাচের আহ্বায়ক সাংবাদিক এম আর বাবুর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও সাজেদুর রহমান। বক্তব্য রাখেন আ. সালাম ইসা, সহিদুল ইসলাম সহিদ, প্রভাষক সাজ্জাদ হোসেন, প্রভাষক আক্তার হোসেন, শফিকুল ইসলাম শফি, ইকবাল উদ্দিন ইকরাম, হাজি রমজান আলী, ইকতিয়ার উদ্দিন, মোমিন উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আজিবার রহমান বিশ্বাস প্রমুখ।