নতুন প্রধানমন্ত্রী হলেন নিবাতুমরং
মাথাভাঙ্গা মনিটর: ক্ষমতার অপব্যবহারের অভিযোগে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত গতকাল বুধবারদেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পদত্যাগের আদেশ দিয়েছেন। একইসাথে মন্ত্রিসভার কয়েকজনকে মন্ত্রীকেও পদত্যাগের আদেশ দেয়া হয়েছে। তারস্থলে বাণিজ্যমন্ত্রী নিবাতুমরং বুনসংপাইসানকে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমেদেশটির চলমান রাজনৈতিক সঙ্কট আরো ঘনীভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৯ সদস্য-বিশিষ্ট সাংবিধানিক আদালতের চেয়ারম্যান চারুনইন্তাচান টেলিভিশনে সম্প্রচারিত এক রায়ে বলেন, বিচারকরা সর্বসম্মতভাবে রায়দিয়েছেন যে ইংলাক তার প্রধানমন্ত্রী পদমর্যাদার অপব্যবহার করেছেন এবং তারনিজের সুবিধার জন্য জাতীয় নিরাপত্তা প্রধান থাউইল প্লিয়েনস্রিকে বদলি করারক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন। অতএব তার প্রধানমন্ত্রী পদমর্যাদার অবসানঘটেছে। ইংলাক আর তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে তার পদে বহাল থাকতেপারবেন না। বেশ কয়েকজন মন্ত্রী যারা জাতীয় নিরাপত্তা প্রধানকে বদলিরসিদ্ধান্ত অনুমোদন করেছিলেন তারাও মন্ত্রিত্ব হারাবেন। ২০১১ সালে থাউইলকেসরিয়ে দেন ইংলাক। দেশটির উপপ্রধানমন্ত্রী ফোংথেকে থেপকানজানা বলেন, মন্ত্রিসভা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার জন্য নিবাতুমরংকেনিয়োগ দিতে সম্মত হয়েছে।