স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কোটচাঁদপুরে দু মাথা, তিন পা ও চার হাত বিশিষ্ট অস্বাভাবিক এক মানব শিশুর জন্ম হয়েছে।উপজেলারপৌর শহরের রেলস্টেশন পাড়ার আসাদুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুনের গর্ভেএ শিশুর জন্ম হয়। তবে জন্মের মাত্র ২০ মিনিট পরেই শিশুটির মৃত্যু হয়েছে।অস্বাভাবিক এ শিশু জন্মের সংবাদ পেয়ে এলাকার শশ মানুষ মর্জিনা খাতুনের বাড়িতে ভিড় জমায়।হাসপাতালসূত্রে জানা যায়, মর্জিনার প্রসব বেদনা শুরু হলে পরিবারের লোকজন তাকেস্থানীয় ক্লিনিকে নিয়ে যান। বেলা ২টার দিকে অপারেশনের মাধ্যমে ডা.কামরুন্নাহার শিশুটিকে বের করে আনেন।এ ব্যাপারে ডা. কামরুন্নাহারবলেন, আল্ট্রাসনোগ্রাফিতে দেখা যাচ্ছিলো দুটি বাচ্চা আছে। এরপর সিজার করারপর এ অস্বাভাবিক শিশুর জন্ম হয়।