মাথাভাঙ্গা মনিটর:থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের জন্য রাজধানীব্যাংককের সাংবিধানিক আদালতে হাজিরা দিয়েছেন।ইংলাকক্ষমতার অপব্যবহার করেছেন বলে আদালতে অভিযোগ দাখিল করেছেন সিনেটররা। অভিযোগে বলাহয়েছে, ২০১১ সালে আপত্তিকরভাবে জাতীয় নিরাপত্তা প্রধানকে সরিয়ে দিয়ে ইংলাক দলীয়স্বার্থ হাসিল করেছেন।নিরাপত্তা প্রধানকে সরিয়ে দেয়ার ওই পদক্ষেপে সংবিধানলঙ্ঘিত হয়েছে কিনা আদালত সেটিই খতিয়ে দেখবে।ইংলাক গতকাল মঙ্গলবার আদালতে হাজিরহয়ে অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি কোনো আইন লঙ্ঘন করিনি। কোনো স্বার্থও হাসিলকরিনি।বরং থাইল্যান্ডের স্বার্থেই জাতীয় নিরাপত্তা প্রধান থাভিলপ্লিয়েনশ্রিকে সরানো হয়েছিলো বলে দাবি করেন তিনি।দোষী সাব্যস্ত হলে ইংলাককেক্ষমতা থেকে সরিয়ে দেয়া হতে পারে এবং ৫ বছরের জন্য তার রাজনীতি করা নিষিদ্ধ হতেপারে। আজবুধবারই আদালতের রায় শোনানোর কথা রয়েছে।ইংলাকের সমর্থকদের ধারণা, আদালত তার বিপক্ষে কাজ করছে এবং এ মামলা তাকে ক্ষমতা থেকে সরানোরই প্রচেষ্টা।