ঝিনাইদহের কোটচাঁদপুরে এক সপ্তাহ ধরে স্কুলশিক্ষার্থী নিখোঁজ

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের পোস্টঅফিসপাড়ার আতিক ফয়সাল অনি (১৭) নামে এক শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। গত ২৯ এপ্রিল বাসা থেকে কোচিং সেন্টারে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে সে। আতিক ফয়সাল অনি শহরের আহসানুল আলম পাইনের ছেলে এবং কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক (বালক) বিদ্যালয়ের এসএসসি ফলপ্রার্থী।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, অনি গত ২৯ এপ্রিল সকাল ৯টার দিকে কোচিং করার উদ্দেশে বাসা থেকে বের হয়। এরপর থেকে অনির আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় অনির পিতা সোমবার রাতে কোটচাঁদপুর থানায় একটি জিডি করেছেন বলে ওসি জানান।নিখোঁজ অনির পিতা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনদের বাড়িতে অনির খোঁজ করা হয়েছে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তিনি জিডি করেছেন।