দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আজ শুক্রবার বেলা ১০টায় স্থানীয় সংসদ সদস্য দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদকে উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের অনুসারীরা জনসভার আয়োজন করেছে। জনসভায় মাহবুবুল আলম হানিফের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
জানা গেছে, দৌলতপুর আওয়ামী লীগের একটি অংশের আহ্বায়ক সরওয়ার জাহান বাদশা গ্রুপ সাম্প্রতিক সময়ে পদ্মার ভাঙন কবলিত ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভার আহ্বান করে। আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে এলাকায় মাইকিং করা হয় এবং প্রায় ১৫ কিলোমিটার সড়ক ব্যানার ফেস্টুন ও তোরনে ভরে গেছে। অথচ স্থানীয় এমপি ও দলীয় নেতাকর্মীরা বিষটি সম্পর্কে অবগত না থাকায় সাধারণ মানুষের মধ্যে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন কবিরাজ বলেন, আমার ইউনিয়নে কেন্দ্রীয় লিডারের প্রোগাম আর আমি মাইকিং শুনে বিষটি জানতে পারছি। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শেলী জানান, মাহবুবুল আলম হানিফ জনসভা করলে আমরাই তার আয়োজন করবো। আর এমপি এলাকায় থাকা সত্বেও তাকে উপেক্ষা করে জনসভা হচ্ছে এটা আমাদেরকে হেয় করা ছাড়া আর কিছু নয়। এর ফলে, দৌলতপুরের সুসংগঠিত আওয়ামী লীগে গ্রুপিং দানা বেধে উঠবে এবং বিএনপিকে সুবিধা করে দেয়া হবে তিনি মনে করেন।